চৈতনকান্দা গোলাম মোহাম্মদ উচ্চ বিদ্যালয় নারায়ণগঞ্জ জেলাধীন আড়াইহাজার উপজেলাধীন পূর্ব প্রামেত্ম উদাস মেঘনার শ্যামলভহমি চৈতনকান্দা গ্রামে এক মনোরম পরিবেশে আড়াইহাজার উপজেলার শীর্ষ স্থানীয় বিদ্যালয় গুলোর মধ্যে অন্যতম। বিদ্যালয়টি ১৯৮৫ইং সনে প্রতিষ্ঠিত।বর্তমানে এক হাজার একশ শিক্ষার্থীদের পাঠদানরতে রয়েছেন বিজ্ঞ ১৯জন শিক্ষক-শিক্ষীকা । বিদ্যালয়টি ভবনটি একটি আই প্যার্টান ২২০ ফুট দ্বিতল ভবন। বিদ্যালয়ের পাশে সরকারী দাতব্য চিকিৎসালয় ও বায়তুল ফালাহ্ জামে মসজিদ বিদ্যালয়ের সৌন্দর্য্যকে বহুগুন বৃদ্ধি করেছে।
চৈতনকান্দা উচ্চ বিদ্যালয় ২৩ডিসেম্বর/১৯৮৫ সালে প্রকৌশলী গোলাম মোহাম্মদ সাহেবের নেতৃত্বে ও ঐক্যামিত্মক প্রচেষ্ঠার কতিপয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ নিয়ে প্রতিষ্ঠা করেন। উক্ত বিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতাবৃন্দরা হলেন সর্বজনাব প্রকৌশলী গোলাম মোহাম্মদ,মরহুম আতাউর রহমান (বাচ্চু), প্রকৌশলী এম.এ রব, প্রকৌশলী মোঃ ইস্রাইল মিয়া, প্রকৌশলী আছমত আলী সরকার, গাজী মোঃ আলাউদ্দিন, আলহাজব মোবারক হোসেন ভহইয়া, মোঃ আহসান উলস্নাহ। পরবর্তীতে বিদ্যালয়টি আর্থিক সংকটে পতিত হয় এমনকি বিদ্যালয়ের পঠন পাঠনসহ যাবতীয় কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয় । এমতাবস্থায় দাতা, প্রতিষ্ঠাতাসহ পরিচালনা পর্ষদের জরুরী বৈঠকে বিধি মোতাবেক ঐ সময় যিনি দশ লক্ষ টাকা বিদ্যালয়ের একাউন্ডে জমা করবেন তাঁর নামে বিদ্যালয়ের নামকরন করা হবে সিদ্ধামত্ম গৃহিত হয়। শিক্ষানুরাগী,দানশীল, প্রকৌশলী গোলাম মোহাম্মদ সাহেব তাঁর কলাবাগানস্থ বাড়ী বিক্রি করে বিদ্যালয়ের দান করায়,বোর্ড কতৃপক্ষ ২৪/০৯/১৯৯৫ সনে হতে বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘‘চৈতনকান্দা গোলাম মোহাম্মদ উচ্চ বিদ্যালয়’’রাখা হয়। বিদ্যালয়টি বর্তমানে উপজেলার অন্যতম বিদ্যাপিঠ হিসেবে পরিচিত লাভ করেছে।
জেলা- নারায়ণগঞ্জ
উপজেলা- আড়াইহাজার
ডাকঘর- চৈতনকান্দা
গ্রাম- চৈতনকান্দা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস