Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষাওসংস্কৃতি

ভাষা ও সংস্কৃতি

 

আড়াইহাজার উপজেলার ভূ-প্রকৃতি ও ভৌগলিক অবস্থান গত দিক থেকে বিশনন্দী ইউনিয়নের ভাষা ও সংস্কৃতি গঠনে ভূমিকা রেখেছে। আড়াইহাজার  উপজেলায় অবস্থিত  অত্র ইউনিয়নে ভাষাগত পার্থক্য নেই। সংস্কৃতিক দিক দিয়ে এলাকার একই সংস্কৃতির লোকজনের বসবাস বিধায় এখানাকার ভাষা ও ঐতিহ্যে বিভিন্ন বৈচিত্র খুজে পাওয়া যায় না । এখানে মানুষের ঐতিহ্য ও সংস্কৃতি বলতে বাংলা নব বর্ষ, পিঠা উৎসব, নৌকা বাইস, হাডুডু খেলা, কাবাডি খেলা, ঘুড়ি উড়ানো, লাঠি খেলা, লালন সঙ্গীত, পল্লীগীতি যুগ ‍যুগ ধরে পালন করে আসছে।