প্রদত্ত সেবাসমূহ:
১.মা ও শিশু স্বাস্থ্য সেবা (বিনামূল্যে) গর্ভবতী ,প্রসব,গর্ভোত্তর ,এম আর,নবজাতক,শিশু (পাঁচ বছরের কম) প্রজনন,ই পি আই,প্রভৃতি সেবা ।
২.পরিবার পরিকল্পনা জন্ম নিয়ন্ত্রন সেবা (বিনা মূল্যে প্রদত্ত)পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ,খাবার বড়ি,ইনজেকশন,আই .ইউ.ডি,ভ্যাসেকটমী/এন এস ভি,টিউবেকটমী ইত্যাদি সেবা।
৩.সরকার নির্ধারিত মূল্য প্রদান সাপেক্ষে প্রদত্ত সেবা ই.সি.পি. কনডম ইত্যাদি ।
৪. পরিবার পরিকল্পনা কার্যক্র্রমে সরকার গ্রহীতাকে নিমণ লিখিত সুবিধা দিয়ে থাকে,আই.ইউ.ডি/কপারটি,নরপস্ন্যান্ট/ইমপস্ন্যান্ট,স্থায়ী পদ্ধতি পুরুষ, স্থায়ী পদ্ধতি মহিলা ।
৫.অন্যান্য সেবা (বিনা মূল্যে প্রদত্ত) সাধারণ রোগী,বয়ঃসন্ধিকালীন সেবা,স্বাস্থ্য শিক্ষামূলক সেবা।
৬.কমিউনিটি ক্লিনিকে (বিনা মূল্যে) খাবার বড়ি ,কনডম বিতরন,গর্ভকালীন সেবা,প্রসুতীও প্রসবোত্তর সেবা এবং সাধারন রোগীদের ওষুধ প্রদান করা হয় ।
৭. প্রয়োজনে যে কোন রোগীকে উচ্চতর সেবা কেন্দ্রে প্রেরণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস