Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শনীয় স্থান

বিশনন্দী ইউনিয়ন পরিষদটি মেঘনা নদীর তীর ঘেষে এবং নারায়ণগঞ্জ জেলার শেষ সিমানায় অবস্থিত। এখানে দুইটি দর্শনীয় স্থান রয়েছে । একটি হলো মেঘনা নদীর তীরে বিশনন্দী ফেরীঘাট এবং আর একটি ওয়াবদা পাওয়ার হাউস। বিশনন্দী ফেরীঘাটটি সুদূর বালুময় জায়গা দেখতে সমূদ্র সৈকত এর মত এবং ফেরীঘাট এর সাথে ফলিত পুষ্টি ও খাদ্য গভেষনা ইনিস্টিটিউট এর বিশাল জায়গা। আর ওয়াবদা পাওয়ার হাউসটি মেঘনা নদীর তীরে অবস্থিত চতুর দিকে পাথর বেষ্টিত দেখতে অনেক সুন্দর। এখানে অনেক পর্যটক আসেন।