নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলাধীন বিশনন্দী ইউনিয়ন পরিষদ। অত্র ইউনিয়ন পরিষদটি মেঘনা নদীর পশ্চিম তীরে বিশনন্দী বাজার সংলগ্ন ইউনিয়ন ভূমি অফিসের পূর্ব পাশে ইউনিয়ন পরিষদ ভবনটি অবস্থিত। অত্র ইউনিয়নে সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তথা প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কিন্ডার গার্টেন এবং মসজিদ, মন্দির, গীর্জা, খেলার মাঠ, বৈদ্যুতিক পাওয়ার হাউস, সরকারী-বেসরকারী অফিস, ফেরীঘাট সহ বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। সবকিছু মিলিয়ে অত্র ইউনিয়নটি জনগুরুত্ব পূর্ণ ইউনিয়ন হিসেবে পরিচিত।
ইউনিয়নভিত্তিকমৌলিকতথ্যাবলী
বিশনন্দীইউনিয়ন, উপজেলা: আড়াইহাজার, জেলা: নারায়ণগঞ্জ।
** ইউনিয়নেরমোটগ্রামসংখ্যা : ২১টি
** ইউনিয়নেরমোটজনসংখ্যা : ৩৬,৪২১ জন
** ইউনিয়নেরমোটপুরুষ : ১৮,১৮০ জন
** ইউনিয়নেরমোটমহিলা : ১৮,২৪১ জন
** ইউনিয়নেরমোটভোটারসংখ্যা : ২৩,৭৪৯ জন
** ইউনিয়নেরমোটপুরুষভোটার : ১১,৮৯৭ জন
** ইউনিয়নেরমোটমহিলাভোটার : ৩৬,৪২১ জন
** ইউনিয়নেরমোটমন্দিরওআশ্রম : ১টি
** ইউনিয়নেরমোটমসজিদ : ৫৯টি
** ইউনিয়নেরমোটশিক্ষারহার : ২৮.৮০%
** ইউনিয়নেরপুরুষশিক্ষারহার : ৩০.৭০%
** ইউনিয়নেরমহিলাশিক্ষারহার : ২৭.০০%
** ইউনিয়নেরমোটবেসরকারীমাদ্রাসা : ৮টি
ওয়াডভিত্তিকগ্রামেনাম:
১নংওয়াড: গাজীপুরা, বালুয়াকান্দী
২নংওয়াড: কড়ইতলা, শরীফপুর, পাঁচকানিয়া।
৩নংওয়াড: দড়িবিশনন্দী, ছোট নয়াপাড়া, বড় নয়াপাড়া।
৪নংওয়াড: বিশনন্দী, বিশনন্দী পূর্বপাড়া, পশ্চিমপাড়া, চালারচক।
৫নংওয়াড: মানিকপুর, রায়পুরা,
৬নংওয়াড: চৈতনকান্দাউত্তর
৭নংওয়াড: চৈতনকান্দাদক্ষিন
৮নংওয়াড: শম্ভুপুরা, টেটিয়া, উলুকান্দা,
৯নংওয়াড: দয়াকান্দা, নয়াপাড়া, কান্দাপাড়া, চন্দনপুরা।
১। ৭নং বিশনন্দী ইউনিয়নের বর্তমান পরিষদ।
১।নির্বাচিত বর্তমান চেয়াম্যানের নামঃ মো: ইকবাল রহমান রিপন।
৩।ইউনিয়ন পরিষদের জনবলঃ
নির্বাচিত চেয়ারম্যানঃ ০১ জন।
ইউনিয়ন পরিষদ সচিবঃ ০১ জন।
নির্বাচিত সদস্য (পুরুষ)- ০৯ জন।
নির্বাচিত সংরক্ষিত আসনের সদস্য (মহিলা)- ০৩ জন।
কর আদায়কারী- ০১ জন।
অফিস সহকারী- ০১ জন।
ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তাঃ ০২ জন (অতিরিক্ত ০২ জন রয়েছে)
ইউনিয়ন গ্রাম পুলিশ- ১০ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS