Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিশনন্দী ইউনিয়নের ইতিহাস।

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলাধীন বিশনন্দী ইউনিয়ন পরিষদ। এখানে অনেক হিন্দু লোকের বসবাস ছিল। তারা অত্র ইউনিয়নের জনগনকে শাসন শোসন করত। আর হিন্দু লোকের নামানুসারে বিশনন্দী ইউনিয়নের সবগুলো গ্রামের নামকরণ করা হয়। যেমন: চৈতনকান্দা, দয়াকান্দা, বিশনন্দী এবং যেখানে বিচার আচার করার কাচারীও চিল। মোঘল আমলে সোনার গাঁ এর স্বাধীন সুলতান গিয়াস উদ্দীন অযম শাহ মোঘল আক্রমন প্রতিহত করতে বর্তমানের আড়াইহাজারের কোন এক গোপন দূর্গে স্থায়ীভাবে আড়াই হাজার সৈন্য মোতায়েন রাখতেন। পরবর্তী সময়ে ১৯১০ইং সনের পর বৃহৎ রূপগঞ্জ থানা থেকে আলাদা হয়ে চলে আসার সময় সৈন্য মোতায়েন রাখার এ স্থানটিকেই থানা কার্যালয় হিসাবে বেছে নেওয়া হয়। সে থেকেই থানাটিকে আড়াইহাজার থানা নামকরণ করা হয়।

 


 আড়াইহাজার থানার ১০টি ইউনিয়নের মধ্যে ০৭ নং ইউনিয়ন-ই হলো বিশনন্দী ইউনিয়ন ।